Monday, March 27, 2017

Direct tourist visa rules were relaxed in India

Tourist visa applicants to go to India and Indian Airlines to meet directly tikitasaha visa applications can be submitted three months before the date of travel. Indian visas for Bangladeshi nationals to facilitate the general as part of an ongoing process that has been.
From April 1 Rajshahi, Rangpur, Sylhet, Chittagong, Khulna, Jessore, Mymensingh, Barisal and Dhaka, Mirpur aibhiesisaha nine Indian Visa Application Centres (aibhiesi) the decision will be effective. Monday at the Indian High Commission press release said.
According to a press release, the petitioners call directly and India can submit one month from the date of travel. 016 on October the tourist visa scheme for women travelers and their family members are the first to be launched, which later extended to all applicants, and the outside is all aibhiesite. Under this scheme, the applicant confirmed tikitasaha (airplane, train and bus service allowed), you can call directly for themselves and their family members, and for creating a scheduled nine aibhiesite tourist visa application can be submitted at the date of appointment. Aibhiesiti Mirpur on Saturday, are open to women applicants. 

Direct tourist visa rules were relaxed in India

Thursday, March 23, 2017

বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪তলার আগুন

বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪তলার আগুন


বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর বাংলাদেশ ব্যাংক ভবনের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।এসেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলেই পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ ব্যাংকের ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে। তবে ওই তলার কক্ষগুলো এখন পরীক্ষা করে দেখা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

 ঢাকা  বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭, ০৯ চৈত্র ১৪২৩, ২৩ জমাদিউস সানি ১৪৩৮  আপডেট ৯ মিনিট আগে

Friday, March 10, 2017

Happy Day's

Me & My Friend's family members on "PICNIC".


                 We are enjoy this moment, Many                            many happy moment's for me.                                Everybody pray for us.

                                      💘💘💘💘💘💘💘💘.

সাবেক পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস আর নেই

সাবেক পররাষ্ট্রসচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই। বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ছয়টার দিকে ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক নাজমুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি জানান, গত ১১ ফেব্রুয়ারি থেকে মিজারুল কায়েস ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাল্টি অরগ্যান ফেলিউরের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন মিজারুল কায়েস। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে সার্ক, দক্ষিণ-পূর্ব এশিয়া, অর্থনৈতিক বিষয়াবলি, আনক্লস ও বহিঃপ্রচার অনুবিভাগের দায়িত্বও পালন করেন। তিনি যুক্তরাজ্য, মালদ্বীপের হাইকমিশনার ও রাশিয়াতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

Top History


Fiverr Profile

BBC NEWS

BBC NEWS

LOGO design


Thursday, March 9, 2017

Cricket curnival 2017 Jessore




PLAYING NEWS

PLAYING NEWS
                                                                                                                                                                                                               

KATRINA KAIF

                                                                                                                                                                    Injured "KATRINA KAIF" এবার জি সিনে অ্যাওয়ার্ডে একটি নাচ পরিবেশন করার কথা ছিল ক্যাটরিনার। কিন্তু নাচের মহড়ার সময় ঘাড়ে হালকা চোট পান এই অভিনেত্রী। প্রথমে বিষয়টিকে পাত্তা না দিলেও ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। বাধ্য হয়ে মহড়া ছেড়ে চলে আসেন তিনি। পরে চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন, মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। এর মধ্যে নাচলে আরও ক্ষতি হতে পারে। এ জন্য শো বাতিল করতে হলো তাঁকে। 

জি সিনে অ্যাওয়ার্ড ২০১৭–তে ক্যাটরিনা কাইফের জায়গায় দীপিকা পাড়ুকোনের কোনো পরিবেশনা রাখা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে, চলতি মাসের ১৫ তারিখে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ের জন্য অস্ট্রিয়ায় যাওয়ার কথা ছিল ক্যাটরিনার। মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হয়তো এই শুটিং সফরটিও পিছিয়ে যেতে পারে।
কিছুদিন আগেও ক্যাটরিনা দাঁতের ব্যথায় পীড়িত ছিলেন। ফিল্মি বিট

           

ক্ষুদ্রঋণে দারিদ্র্য লালন-পালন হয়েছে : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ক্ষুদ্রঋণের নামে দারিদ্র্য লালন-পালন করা হয়েছে। আর যারা ক্ষুদ্রঋণের ব্যবসা করেছে, তারা ধনশালী ও সম্পদশালী হয়েছে। এ বিষয়টি যেন গবেষণা করে দেখা হয়।
শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনায় এ কথা বলেন।
দেশের দারিদ্র্য বিমোচন নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক, গ্রামীণ ব্যাংকসহ অন্যান্য বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের বছরে ১ শতাংশ করে দারিদ্র্য বিমোচন করার তথ্য অস্বাভাবিক। দেশে প্রায় আড়াই হাজারের মতো এনজিও রয়েছে, যারা ক্ষুদ্রঋণ দেয়। আবার কোনো কোনো বিশেষ ব্যাংকও ক্ষুদ্রঋণ দেয়। তারা ঋণ দিয়ে সুনামও অর্জন করেছে। কিন্তু দারিদ্র্যের হার কত শতাংশ হ্রাস পেয়েছে? কত মানুষ দারিদ্র্য থেকে বের হতে পেরেছে? এত এনজিও কী কাজ করল?
পত্রিকায় প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্র্যাক ও গ্রামীণ ব্যাংক নাকি প্রতিবছর ১ শতাংশ করে দারিদ্র্য হ্রাস করেছে। ব্র্যাক এ দেশে কাজ শুরু করে ১৯৭২ সালে, গ্রামীণ ব্যাংক ৮৫ সাল থেকে। এই দুই জায়গা থেকে যদি বছরে ১ শতাংশ করে দারিদ্র্য হ্রাস পেয়ে থাকে, তাহলে এত দিনে বাংলাদেশে তো দারিদ্র্য থাকার কথা নয়। শূন্যের কোটায় চলে যাওয়ার কথা বহু আগেই। কিন্তু গেল না কেন? সেটাই আমার প্রশ্ন। দারিদ্র্য হ্রাসের এত গল্প শুনলাম, তাতে কত শতাংশ দারিদ্র্য হ্রাস হয়েছে? কোনো সরকারের আমলে কত শতাংশ দারিদ্র্য হ্রাস হয়েছে, তা খতিয়ে দেখা যেতে পারে।’
দারিদ্র্য বিমোচনে সরকারের ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে দারিদ্র্যের হার ২২ শতাংশ। ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসি, তখন ৫৭ শতাংশ দারিদ্র্য ছিল। ২০০৯ এসে ৪৭ শতাংশ পেয়েছি। আজকে ২২ ভাগে নামাতে পেরেছি। সরকারের প্রচেষ্টাতেই আট বছরে দারিদ্র্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।’
দেশে গরু চোরের গ্রাম আছে
দেশকে ভিক্ষুকমুক্ত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো এলাকায় ভিক্ষুক থাকতে পারবে না। ভিক্ষুকদের পুনর্বাসন করে এলাকা ভিক্ষুকমুক্ত করতে হবে। ইতিমধ্যে কয়েকটি এলাকা ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। তারপরও কিছু এলাকা রয়েছে। এখানে নাম উল্লেখ করলে অনেকে কষ্ট পাবেন। যেমন একটা আছে চোর গ্রাম। তাদের পেশাই চুরি। দিনভর তারা ঘুমায় বা জুয়া খেলে, রাতভর চুরি করে। আবার আরেকটা আছে গরু চোরের গ্রাম। তারা গরু চুরি করে মাটিতে গর্ত করে তার ভেতরে রাখে। পরে সেখান থেকে বের করে নিয়ে বিক্রি করে। তাদেরও পুনর্বাসনের ব্যবস্থা করেছি।
উন্নয়ন না গণতন্ত্র চান
দেশে গণতন্ত্র নেই বলে উল্লেখ করে সরকারের সমালোচনাকারীদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ ও কথা বলার স্বাধীনতা না থাকলে সরকারের বিরুদ্ধে এত সমালোচনা করেন কীভাবে? আমি বেসরকারি টিভি চ্যানেল দিয়েছি বলেই তো কথা বলার সুযোগ পাচ্ছেন। আমার সমালোচনার সুযোগ পাচ্ছেন। উন্নয়ন চান না গণতন্ত্র চান? গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতিটি কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করি। যে কারণে বিশ্বব্যাপী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলা হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন, শুধু উন্নয়ন করলে হবে না, গণতন্ত্র লাগবে। আর এটা কাদের মুখে শুনি। শুনি সেই লোকদের মুখে, যারা জরুরি অবস্থার সরকারকে গণতান্ত্রিক মনে করে। তারা বিগলিত হয়ে জরুরি অবস্থার সরকারের পদলেহন করে। তাদের আকাঙ্ক্ষা একটি পতাকা পাবেন। এই যদি আকাঙ্ক্ষা হয়, তাহলে রাজনীতি করলে পারেন। এতে জনগণ ভোট দিলে ক্ষমতায়ও যেতে পারেন।
যে উপায়ই হোক, জঙ্গিবাদ দমন করবই
জঙ্গিবাদের বিরুদ্ধ সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনোভাবেই জঙ্গিবাদকে প্রশ্রয় দেব না। যে উপায়ই হোক, জঙ্গিবাদ দমন করবই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম নিরীহ মানুষকে হত্যা করতে বলেনি। আমাদের নবী করিমও (সা.) নিরীহ মানুষকে হত্যা করতে বলেননি। কী অদ্ভুত একটা পরিবেশ বাংলাদেশে। তবে শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ এখন সারা বিশ্বের সমস্যা।
আরও পড়ুন: 
বিশ্বব্যাংকের পরামর্শে পাটকল বন্ধ করে বিএনপি: প্রধানমন্ত্রী

Game Apps

Game Apps
Fire Tablet

Online Products



Product

Sri Lanka vs Bangladesh, 1st Test, Day 3: SL dismiss BAN for 312

Bangladesh were all out for 312 after Mushfiqur Rahim scored 85 and Tamim Iqbal was out for 57. Sri Lanka have a first innings lead of 182. Dilruwan Perera and Rangana Herath took three wickets each. Rain forced early stumps. Get the scorecard of Sri Lanka vs Bangladesh here.

Scorecard

Sri Lanka v Bangladesh

Date:
7 March 2017
Match:
1st Test
Venue:
Galle International Stadium, Galle
Start time:
10:30
Umpires:
Aleem Dar / Marais Erasmus
Toss:
Sri Lanka won the toss and elected to bat.
Bangladesh trail Sri Lanka by 182 runs — Close of play
Sri Lanka First Innings
494 all out (129.1 overs)
Bangladesh First Innings
312 all out (97.2 overs)
Sri Lanka First InningsRunsMinsBalls4s6sSR
Extras (5nb 4w 10lb 4b)Total 494 all out (129.1 overs)
Dimuth Karunaratneb Mehedi Hasan30114762039.47
Upul Tharangab Subashis Roy429141028.57
Kusal Mendisc Tamim Iqbal b Mehedi Hasan19443628519468.07
Dinesh Chandimalc Mehedi Hasan b Mustafizur Rahman57154009.26
Asela Gunaratneb Taskin Ahmed851771347063.43
Niroshan Dickwella †c Mahmudullah b Mehedi Hasan75127766198.68
Dilruwan Pereralbw Mehedi Hasan5199777166.23
Rangana Herath *c Soumya Sarkar b Mustafizur Rahman1424193073.68
Suranga Lakmalrun out (Mustafizur Rahman)835291027.59
Lakshan Sandakanc Mehedi Hasan b Shakib Al Hasan521150033.33
Lahiru Kumaranot out041000
BowlingOMRWEconnbw
Mustafizur Rahman2556822.7210
Taskin Ahmed2137713.6722
Subashis Roy24410314.2921
Mehedi Hasan22111345.1400
Shakib Al Hasan32.1510013.1100
Soumya Sarkar30903.0001
Mahmudullah201005.0000
Fall of wicketsOvers
15Upul Tharanga5.4
60Dimuth Karunaratne22.3
92Dinesh Chandimal39.5
288Asela Gunaratne82.5
398Kusal Mendis103.3
432Niroshan Dickwella109.6
457Rangana Herath116.2
480Suranga Lakmal125.3
494Dilruwan Perera128.5
494Lakshan Sandakan129.1
Bangladesh First InningsRunsMinsBalls4s6sSR
Extras (2nb 3w 6lb 0b)Total 312 all out (97.2 overs)
Tamim Iqbalrun out (Niroshan Dickwella)571391126050.89
Soumya Sarkarc Lahiru Kumara b Suranga Lakmal711881378151.82
Mominul Haquelbw Dilruwan Perera716171041.18
Mushfiqur Rahim *b Rangana Herath852481618152.8
Shakib Al Hasanc Niroshan Dickwella b Lakshan Sandakan23321911121.05
Mahmudullahb Lahiru Kumara835261030.77
Liton Das †c Asela Gunaratne b Rangana Herath513131038.46
Mehedi Hasanlbw Dilruwan Perera41106775053.25
Taskin Ahmedlbw Dilruwan Perera041000
Subashis Roynot out02714000
Mustafizur Rahmanc Kusal Mendis b Rangana Herath4790044.44
BowlingOMRWEconnbw
Suranga Lakmal1404213.0000
Lahiru Kumara1617014.3803
Dilruwan Perera1945332.7910
Rangana Herath26.247232.7300
Lakshan Sandakan2256913.1410
Fall of wicketsOvers
118Tamim Iqbal35.6
127Mominul Haque40.3
142Soumya Sarkar48.6
170Shakib Al Hasan55.2
184Mahmudullah62.4
192Liton Das65.3
298Mehedi Hasan90.1
298Taskin Ahmed90.2
308Mushfiqur Rahim95.4
312Mustafizur Rahman97.2
If you can’t get the cricket score of Sri Lanka vs Bangladesh, then click here.

আমার ঘরে আমার স্কুল Class Eight /BANGLADESH & GLOBAL STUDIES/ 22/04/2020...

আমার ঘরে আমার স্কুল Class Eight /BANGLADESH & GLOBAL STUDIES/ 22/04/2020...